নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও-এর হামলার কথা ভুলতে পারছেন না প্রধানমন্ত্রী। ঘটনার দু’দিন পেরিয়েছে। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় প্রবল ভাবে হতাশায় রয়েছেন। তাই বিহার সফরেও সেই উঠে এল পহেলগাঁও-এর কথা। অন্যান্য নেতাদের সাথে, বিহারের মধুবনিতে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করলেন প্রধানমন্ত্রী।
/anm-bengali/media/media_files/2025/04/24/3Hm9sdgOfvMK4grZudxV.jpeg)