দল লাগাতার ব্যর্থ, সমর্থকদের বিক্ষোভের মুখে ফুটবল ক্লাবের মালিক

প্রিমিয়ার লিগে (PL) পরাজয়ের পর ক্ষুব্ধ চেলসি (Chelsea) সমর্থকরা ক্লাবের মালিক টড বোহলের (Todd Boehly) সামনেই ক্ষোভ প্রকাশ করেছেন। কনর গ্যালাঘার চেলসির হয়ে লিড এনে দিলেও বিরতির আগে ড্যানি ওয়েলবেকের হেডারে সমতায় ফেরে ব্রাইটন (Brighton)।

author-image
Pritam Santra
New Update
chelsea

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে (PL) পরাজয়ের পর ক্ষুব্ধ চেলসি (Chelsea) সমর্থকরা ক্লাবের মালিক টড বোহলের (Todd Boehly) সামনেই ক্ষোভ প্রকাশ করেছেন। ক্লাবের অন্তর্বর্তীকালীন ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে শনিবার ব্লুজরা আরও একবার পরাজয়ের মুখোমুখি হয়েছিল।  কনর গ্যালাঘার চেলসির হয়ে লিড এনে দিলেও বিরতির আগে ড্যানি ওয়েলবেকের হেডারে সমতায় ফেরে ব্রাইটন (Brighton)। পূর্ণ সময়ের হুইসেল বাজানোর পর চলতি মরসুমে ১২ বার দলকে পরাজিত হতে দেখেছেন চেলসির সমর্থকরা। এদিনের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে পরাজয়ের পরেই ভাঙে ধৈর্যের বাঁধ।