বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: দিনভর প্রবল গরমের পর বিকেল হতেই ব্যাপক ঝড়-বৃষ্টি হল বাঁকুড়ায়। এদিন বিকেল হতেই আচমকা কালো মেঘে ঢেকে যায় আকাশ। হালকা বজ্র-বিদ্যুৎ সহযোগে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মাঝেই মিনিট দুয়েক শিলাবৃষ্টিও হয়। ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে তাপমাত্রা কমে যাওয়ায় গুমোট গরম থেকে সাময়িক সময়ের জন্যে হলেও স্বস্তি পেল জেলাবাসী।
/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)