শতাধিক স্কুলে চুরি! অপারেশন চালাতো এই ব্যক্তি একাই

চুরির রোমহর্ষক কাহিনী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-17 at 6.14.46 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের লালগড়, রামগড়  সহ একাধিক স্কুলে চুরির ঘটনায় পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার এক। শতাধিক স্কুলে চুরির স্বীকারোক্তি অভিযুক্তর। 

লালগড়, রামগড় সহ পার্শ্ববর্তী জেলার একাধিক স্কুলে চুরির ঘটনা ঘটছিলো গত কয়েকদিন ধরে। সেই ঘটনার তদন্ত করতে নেমে পুলিশের চোখ কপালে। কোনো দল না একা দিলীপ দাস এই গোটা অপারেশন চালাতো। বাড়ি থেকে কাজের নামে বেরোনোর সময় ব্যাগে তালাভাঙার কাটার সহ একাধিক প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হতো। তার পর নির্দিষ্ট স্কুল এলাকায় ২ থেকে ৩ দিন রেইকি করতো। তারপর সুযোগ বুঝে ঐ স্কুলে অপারেশন চালাতো। যাওয়ার সময় স্কুলের সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যেতো যাতে তাকে ধরা না যায়। যেহেতু সে খালি টাকা চুরি করতো তাই চুরি যাওয়া সামগ্রী কোথাও বিক্রির বিষয় ছিল না। চুরি করা হার্ডডিস্ক সে ফেলে দিতো পার্শ্ববর্তী কোনো নদীতে। এর জেরেই প্রাথমিক অবস্থায় সমস্যায় পড়তে হয় পুলিশকে। এরপরই লালগড় থানার আইসি পুরনো সোর্স কাজে লাগাতেই বিষয়টা সামনে আসে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় ব্যক্তিকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আর কিছুক্ষণ দেরী হলেই সে ওড়িশার একটি স্কুলে পরবর্তী অপারেশনের জন্য যাচ্ছিল বলে জেরায় পুলিশকে জানিয়েছে। এখনও প্রায় ১০০-র বেশী স্কুলে চুরি করেছে বলে জেরায় জানায় দিলীপ দাস। বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানান ঝাড়গ্রামের এসডিপিও শামিম বিশ্বাস। বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 

schoolth