নিজস্ব সংবাদদাতা: আইপিএল-এ আজ ডিসি ও আরআর মুখোমুখি মাঠে নামে। প্রথমে ব্যাট ধরে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ডিসি। এরপর ব্যাট ধরে ৪ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে আরআর-ও ১৮৮ রান করেছে। বর্তমানে সুপারওভার চলছে। এখন দেখার শেষ হাসি কে হাসে এই ম্যাচে।
/anm-bengali/media/post_attachments/ht-img/img/2025/04/16/550x309/India-IPL-Cricket-22_1744815023668_1744815034658-298917.jpg)