নিজস্ব সংবাদদাতা : এবার জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করার মামলায় এক বড় আপডেট দিলেন সুপ্রতিম সরকার। আজ এই বিষয়ে তিনি জানান, ''সুতি ও সামসেরগঞ্জের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে। আর এই ৬০টি মামলার ভিত্তিতে এখনও পর্যন্ত মোট ২৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ১১ জন সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি মুর্শিদাবাদ, সৈয়দ ওয়াকার রাজা।''
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
এরপর জাফরাবাদ প্রসঙ্গে তিনি বলেন, ''আপনারা জানেন যে জাফরাবাদে একটি দুষ্কৃতী হামলায়, বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করা হয়েছিল। আমরা এর আগেই এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছিলাম। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম ইনজামুল হক, এবং এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (STF)।''