নিজস্ব সংবাদদাতা: দিল্লি জল বোর্ড দিল বিশেষ তথ্য। বোর্ড জানিয়েছে, ২১ এপ্রিল দিল্লির কিছু অংশে দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত জল সরবরাহ ব্যাহত হবে। দ্বারকার কিছু অংশেও একই দিনে সকাল ১০টা থেকে শুরু করে ১২ ঘন্টা জল সরবরাহ ব্যাহত হবে।
Water supply in some parts of Delhi to be disrupted from 1500 hours till 2000 hours on 21st April, says Delhi Jal Board. Water supply will also be affected in areas of Dwarka for 12 hours starting at 1000 hours on the same day. pic.twitter.com/8C4Zk4uzsp