নিজস্ব সংবাদদাতা: আইপিএল-এ আজ ডিসি ও আরআর মুখোমুখি মাঠে নামে। প্রথমে ব্যাট ধরে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ডিসি। এরপর ব্যাট ধরে ৪ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে আরআর-ও ১৮৮ রান করেছে। পরে সুপারওভার শেষে জয় এসেছে ডিসির।