নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ঝাড়গ্রামের পর এবার খড়গপুর বনবিভাগে হাতিকে উত্তক্ত করার ছবি ধরা পড়ল। এর আগে ঝাড়গ্রাম জেলায় একাধিক যুবককে তলব করেছিল বন দফতর। সতর্ক করার পাশাপাশি আইনি ব্যবস্থাও নিয়েছিল তাদের বিরুদ্ধে। এবার সেই এলাকা ছেড়ে খড়গপুর বনবিভাগ এলাকায় হাজির হল ঝাড়গ্রামের একদল যুবক। তাদের মধ্যে এক যুবককে হাতির কাছে গিয়ে অঙ্গভঙ্গি, এমনকি ছবি, ভিডিও তুলতে দেখা যায়। একসময় হাতিকে লাঠি নিয়ে তাড়া করা হয়। সেই ছবি এসে পৌঁছেছে বন দফতরের হাতে। ওই যুবকের খোঁজ শুরু করেছে বন দফতর।
/anm-bengali/media/media_files/2024/11/01/EEKjJv6qLfoMpS1NUYcG.jpg)
জানা গিয়েছে, ৫০ থেকে ৬০ টি হাতি খড়গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গার জঙ্গলে ডেরা বাঁধে। সেই খবর চাউর হতেই বিকেলবেলা ভিড় জমায় উৎসুক যুবকরা। অনেকে দূর থেকে হাতিকে লক্ষ্য করলেও কয়েকজন যুবক হাতির কাছে গিয়ে উত্তক্ত করে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে। এক যুবককে দেখা গিয়েছে, লাঠি উঁচিয়ে হাতিকে তাড়া করতে। উল্টোদিকে হাতিও তাড়া করে এগিয়ে আসে। এমন দৃশ্য মোবাইলে রেকর্ড করছে অন্য যুবক। ওই ঘটনায় দুর্ঘটনাও ঘটতে পারতো। এর আগে ঝাড়গ্রাম জেলায় এক যুবকের মৃত্যু হয়েছিল ভিডিও করতে গিয়ে। অনেকে ছবি তোলার জন্য হাতির কাছে পৌঁছে যায়। বন দফতরের এক আধিকারিক বলেছেন, "হাতিকে উত্তক্ত করার খবর পেয়েছি। ছবিও আমাদের কাছে এসেছে। ওই যুবকের খোঁজ শুরু করেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে"। উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় এমন একাধিক ঘটনার পরেই কড়া পদক্ষেপ নিয়েছে বন দফতর। তারপর অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে।