নিজস্ব সংবাদদাতা : চিনের পর এবার যুক্তরাষ্ট্রের শুল্কের কোপে পড়ল তাইওয়ান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাইওয়ানের রপ্তানি পণ্যের উপর ৩২ শতাংশ নতুন শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তে তাইওয়ানের ব্যবসায়িক মহলে ব্যাপক দুশ্চিন্তা তৈরি হয়েছে। দেশটির অনেকটাই রপ্তানির উপর নির্ভরশীল—তাদের মোট আয়ের দুই-তৃতীয়াংশই আসে বিদেশে পণ্য রপ্তানি থেকে। রাজনৈতিক বিশ্লেষক ওয়েন-টি সুং জানিয়েছেন, এই নতুন শুল্কের কারণে তাইওয়ানের অর্থনীতি প্রায় ৩.৮ শতাংশ হ্রাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/04/03/1000180670-983771.jpg)
তিনি আরও জানান, ট্রাম্প যখন তার প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কমাতে উদ্যোগ নেন, তখন সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসে তাইওয়ান। তারা যুক্তরাষ্ট্রকে আরও বেশি পণ্য সরবরাহ করতে শুরু করে। ফলে মার্কিন বাজার ধীরে ধীরে তাইওয়ানের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্যে পরিণত হচ্ছিল। কিন্তু এখন ট্রাম্পের নতুন নীতির কারণে সেই সম্ভাবনা আর নেই।
/anm-bengali/media/media_files/2025/04/04/HBK3Q1e9yT5nlToqhoyq.webp)
বিশ্লেষকদের মতে, এই নতুন শুল্কের ফলে শুধু তাইওয়ান নয়, গোটা এশিয়া অঞ্চলের সরবরাহ ব্যবস্থা এবং অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। এখন সবার নজর থাকবে, ট্রাম্প আদৌ এই সিদ্ধান্তে অনড় থাকেন কিনা এবং এর প্রতিক্রিয়ায় তাইওয়ান কী ধরনের পদক্ষেপ নেয় তার দিকে।