নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের কুষ্টিয়ার কুমারখালীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগিয়ে ছবি বিকৃত করার বিস্ফোরক অভিযোগ। বিকৃত করা হয়েছে বিশ্বকবির নামের বানানও। সোশ্যাল মিডিয়ায় কালি লাগানো ছবিটি ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয়। ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন রবীন্দ্র অনুগামীরা। এই ধরনের স্থাপত্যে কড়া নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
/anm-bengali/media/post_banners/j7YVcN0ZDFh4cF2eZnAv.jpg)
উল্লেখ্য, ছবি বিকৃত করার পাশপাশি দেখা গেছে দীর্ঘদিন ম্যুরাল ও তার পার্শ্ববর্তী এলাকার কোনও রক্ষমাবেক্ষণ হয়নি। চারিদিকে আগাছা জন্মে গেছে, অকেজো হয়ে পড়ে রয়েছে সিসি ক্যামেরা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।