ভারতের মহাকাশ অভিযানে বড় সাফল্য, SDAL তৈরি করলো রকেট ইঞ্জিন

নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL) ভারতের বিক্রম-১ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের জন্য সফলভাবে তৃতীয় ধাপের রকেট মোটর ও ইগনাইটার তৈরি করেছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড (SDAL) ভারতের মহাকাশ যাত্রায় আরেকটি বড় সাফল্য যোগ করেছে। এই সংস্থা বিক্রম-১ নামের স্যাটেলাইট লঞ্চ রকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ রকেট মোটর বানিয়েছে। এই মোটরটি রকেটের তৃতীয় ধাপে ব্যবহার হবে। এতে ২৪০০ কেজি জ্বালানি ব্যবহার করা হয়েছে এবং এটি ৭৫,০০০ নিউটন শক্তি দিয়ে রকেটকে ওপরে ঠেলতে পারবে। এই মোটরটি চালু করার জন্য যেটা লাগে, সেই ইগনাইটারও SDAL নিজেরাই বানিয়েছে।

publive-image

রকেট মোটরটি উড়ানোর আগে ভালভাবে কাজ করছে কি না, সেটি নিশ্চিত করতে সবরকম পরীক্ষা করা হয়েছে। সবকিছু SDAL-এর নিজস্ব ল্যাবেই হয়েছে। এই সাফল্য ভারতের বেসরকারি মহাকাশ গবেষণার জন্য খুবই বড় খবর। ভবিষ্যতে ভারত আরও স্বাধীনভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারবে, এই ধরণের প্রযুক্তির সাহায্যে।