যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপে নতুন বিধি - শুল্কে নিয়ন্ত্রণ আনতে কংগ্রেসের ‘ভোট বাধ্যতামূলক’ বিল!

যুক্তরাষ্ট্রে নতুন বিলের প্রস্তাব—৬০ দিনের মধ্যে কংগ্রেসে অনুমোদন না পেলে বাতিল হবে নতুন শুল্ক। ট্রাম্পের শুল্ক নীতিতে লাগাম টানার চেষ্টায় আইনপ্রণেতারা।

author-image
Debapriya Sarkar
New Update
Tariffs

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে লাগাম দিতে চায় কিছু রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতা। এরই অংশ হিসেবে সিনেটে একটি নতুন বিল আনা হয়েছে, যেখানে বলা হয়েছে—কোনো নতুন শুল্ক চালু হলে সেটি ৬০ দিনের মধ্যে কংগ্রেসে ভোটে অনুমোদিত না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

Tariffs

এই প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি এবং ডেমোক্র্যাট মারিয়া ক্যান্টওয়েল। তাঁদের সঙ্গে এখন সহ-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন আরও চারজন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর—লিসা মারকোস্কি, মিচ ম্যাককনেল, জেরি মোরান এবং থম টিলিস। এছাড়া হাউসেও একই ধরনের একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন।

Tariffs

এই মুহূর্তে সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, এই বিলটি শেষ পর্যন্ত পাস হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে অনেকেই বলছেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বারবার শুল্ক আরোপ দেশের অর্থনীতি এবং বৈশ্বিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আর তাই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।