নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে মধ্য হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষিকার চাকরি বাতিল। স্কুল সূত্রে খবর, অঙ্ক এবং রসায়নের শিক্ষিকা ছিলেন দুজন। ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী পড়াশোনা করে এই স্কুলে। দুজন গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষিকারর চাকরি বাতিল হওয়ায় ব্যাহত পড়াশোনার স্বাভাবিক ছন্দ। দুই শিক্ষিকাই যথেষ্ট মেধাবী বলে দাবি স্কুলের প্রধান শিক্ষিকার।
/anm-bengali/media/post_banners/zgdYWCxR12vRhG3JwDjG.jpg)