তমলুকে ধুন্ধুমার, পুজো ঘিরে সংঘাত চরমে

এবার তমলুকে রাম বনাম সত্যনারায়ণ, দু'টি পুজো ঘিরে সংঘাত চরমে।

author-image
Jaita Chowdhury
New Update
Ram navami

নিজস্ব সংবাদদাতা: তমলুকে 'রাম বনাম সত্যনারায়ণ'। একই এলাকায় দুই কমিটির পুজো ঘিরে সংঘাত চরমে। তমলুক হাসপাতাল মোড়ে রাম পুজোর আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। 

রামের মণ্ডপ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একই জায়গায় খানিক দূরে সত্যনারায়ণ পুজোর আয়োজন করে তৃণমূল। এমতাবস্থায় বিজেপির প্রশ্ন, 'রাম পুজোয় অনুমতি পেলেও কেন বাধা দেওয়া হবে। একই জায়গায় চক্রান্ত করে সত্যনারায়ণ পুজো করছে তৃণমূল', অভিযোগ করছে বিজেপি। 

পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে ঘাসফুল শিবির। 'রামনবমীকে সামনে রেখে আমরা পুজো করছি না। নির্ঘণ্ট অনুযায়ী সত্যনারায়ণ পুজাে করা হচ্ছে'। কটাক্ষ করে সিপিএম বলে, 'রাম-নারায়ণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল-বিজেপি। পুলিশ বা পুরসভার তরফে কোনও রাম পুজোয় বাধা দেওয়া হয়নি'।

ss tmc bjp.jpg