নিজস্ব সংবাদদাতা: একসাথে চারজন শিক্ষকের চাকরি বাতিলে বিপাকে চন্দ্রকোনার স্কুল। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার দায়িত্ব সামলানো সহ স্কুলের চারজন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় বিপাকে পড়েছে স্কুল।
আগে থেকেই স্কুলে ৭ জন শিক্ষকের অভাব ছিল। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের রায়ে চারজন স্কুল শিক্ষকের চাকরি গিয়েছে। শিক্ষকের অভাবে বিপাকে পড়েছে চন্দ্রকোনা জিরাট হাইস্কুল। চাকরি যাওয়া এই শিক্ষকদের হাতে দায়িত্ব ছিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা দেখার।
/anm-bengali/media/media_files/2025/04/05/ve578o0-632201.png)
জানা যায় আদালতের রায়ে জিরাট হাইস্কুলের চারজন শিক্ষকের চাকরি যাওয়ার মধ্যে দুইজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। স্কুলের চার শিক্ষকের চাকরি যাওয়ার ঘটনায় বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। জানা যায়, জিরাট হাইস্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১১৫০ জন। চাকরি বাতিলের ঘটনায় সেই স্কুলেই বর্তমানে ১১ জন শিক্ষকের অভাব দেখা দিল। ছাত্রদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন স্কুলের পরিচালন কমিটির সভাপতি থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা।
শুভঙ্কর ঘোষ (বায়োলজি), জয়শ্রী পাল (সংস্কৃত), সৌরভ বিষুই (কেমিস্ট্রি) ও সমাপ্তি কোলে (অঙ্ক) বিভাগের শিক্ষক-শিক্ষিকা। জিরাট হাইস্কুলের এই চারজন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে স্কুল শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা।
স্কুলের প্রধান শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির সভাপতি, সকলের একটাই দাবি স্কুলের এই চারজন শিক্ষক মেধাবী যোগ্য ছিল কিন্তু আদালতের রায়ে তারাও মর্মাহত। এতো সংখ্যক ছাত্রছাত্রী তার উপর শিক্ষক শূন্যতায় পঠনপাঠন কিভাবে চলবে দুশ্চিন্তায় গোটা স্কুল।