নিজস্ব সংবাদদাতা: ফের জঙ্গলে আগুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঝাড়গ্রামের একলব্য রামকৃষ্ণ মিশনের উল্টো দিকের শাল জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন। এর আগেও বিভিন্ন জঙ্গলে অসাধু ব্যক্তিরা আগুন লাগিয়ে দেয়। সেই একই ঘটনা ঘটলো ঝাড়গ্রাম জেলা শহরের পার্শ্ববর্তী শাল জঙ্গলে।
তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে কোন অসাধু ব্যক্তি এই আগুন লাগাতে পারে। আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্যপ্রাণের, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ।
/anm-bengali/media/media_files/2025/04/05/m6775-672880.png)
একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা ঝরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায়। তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাও দাও করে লেলিহান শিখায় আগুন গ্রাস করেছে জঙ্গলে। সাধারণ মানুষ মনে করছে বনদপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরো সচেতন করা প্রয়োজন রয়েছে।