নিজস্ব সংবাদদাতা: তিন ফসলী জমি নষ্ট করে পরিবেশ ধ্বংসকারী শিল্প গড়া চলবেনা, চাষী নিধনকারী ব্যক্তি স্বার্থে শিল্প গড়া চলবেনা, শিল্পের স্বার্থে আদিবাসী গ্রাম উচ্ছেদ করা চলবে না, আদিবাসীদের মিথ্যে বলে ভুল বুঝিয়ে জমি নেওয়া চলবে না, এমনই একগুচ্ছ দাবি নিয়ে বুধবার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো খড়গপুর দু'নম্বর ব্লক কৃষি জমি জীবিকা ও পরিবেশ রক্ষা কমিটি।
এদিন দুপুর প্রায় একটা নাগাদ খড়গপুর গ্রামীণ কৃষি জমি জীবিকা ও পরিবেশ সংগঠন ও খড়গপুর কৃষি জমি জীবিকা পরিবেশ রক্ষা কমিটির যৌথ উদ্যোগে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করা হয়।
/anm-bengali/media/media_files/2025/03/26/hWeswIxfg9v2fhk2SO44.png)
তাদের দাবি, খড়গপুরের রেশমি কারখানার ২৬৫ একরের মধ্যে ১৪ একর এখনও ক্রয় করা সম্ভব হয়নি। তা অবিলম্বে ফেরত দিতে হবে অর্থাৎ রেশমি কারখানার এরিয়ার বাইরে করতে হবে। সেই সাথে রেশমি মেটা লিখতে নতুন করে দূষণমুক্ত কারখানা করার নামে এসটি সম্প্রদায় সহ সাধারণ মানুষের তিন ফসলি জমি নেওয়া চলবে না। আর অবিলম্বে তিন ফসলি জমির চরিত্র বদল করার চক্রান্ত বন্ধ করতে হবে।