নিজস্ব সংবাদদাতা : আজকের দিন তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য হতে চলেছে ঘটনাবহুল। সাহস, সতর্কতা ও সম্পর্ক—এই তিনটি বিষয় আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
/anm-bengali/media/media_files/2025/03/26/hIVFLZu1VYRFOPE3Gl80.jpg)
মকর (Capricorn):
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি দারুণ সম্ভাবনাময়। নতুন কোনও সিদ্ধান্ত নিতে চাইলে আজই সময়। আপনি যদি ঝুঁকি নিতেও ভয় না পান, তবে লাভ আপনার হাতেই আসবে। তবে একটা সতর্কতা—কাউকে ভুল প্রমাণ করতে গিয়ে তর্কে জড়াবেন না। না হলে অর্জন ম্লান হতে পারে।
/anm-bengali/media/post_banners/nYQ47WxCEQZSf0Pv1Hf1.jpg)
কুম্ভ (Aquarius):
আজ অতীতের কোনও খরচ বা আর্থিক ভুল আপনাকে চিন্তায় ফেলতে পারে। দিনের শুরুটা একটু চাপের হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই। দিনের শেষে যাঁরা আপনাকে ভালোবাসেন, তাঁরাই আপনাকে মানসিক শান্তি এনে দেবেন। সম্পর্কের মূল্য বুঝলে আপনি সব জয় করতে পারবেন।
/anm-bengali/media/post_banners/MKEjp5doYQYkSez8a392.jpg)
মীন (Pisces):
মীন রাশির জাতক-জাতিকাদের আজ স্ত্রীর সঙ্গে অর্থ নিয়ে কিছু মতপার্থক্য হতে পারে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে সাময়িকভাবে। তবে কর্মক্ষেত্রে আপনি একেবারে অনবদ্য থাকবেন। সহকর্মীরা আপনার কাজে খুশি হবেন, আর কর্তৃপক্ষের কাছেও আপনি প্রশংসা পাবেন।