নিজস্ব সংবাদদাতা : আজ নববর্ষ, বছরের প্রথম দিন, সঙ্গে আবার মঙ্গলবার! মানে বজরঙ্গবলীর পুজোর দিন। ঠিক এই শুভ দিনে তিনটি রাশি পেতে চলেছে বিশেষ আশীর্বাদ। গ্রহ-নক্ষত্রের চলাফেরায় তৈরি হয়েছে ‘ত্রি-পুষ্কর যোগ’, যা অনেক রাশির জাতক-জাতিকাদের জীবনে নিয়ে আসবে চমকপ্রদ পরিবর্তন।
এই তিন রাশির ভাগ্য খুলে যেতে পারে আজ—
1. মেষ রাশি:
আশাবাদী হলে আজ আপনার পথে সাফল্যই সাফল্য। প্রতিবেশীর থেকে ঋণ চাওয়ার সম্ভাবনা থাকলেও, সাবধান হোন—না হলে আর্থিক ক্ষতি হতে পারে।
/anm-bengali/media/post_banners/Uxyt3ZkkZRYYdSh3zcPW.jpg)
2. সিংহ রাশি:
আজ বাচ্চাদের সঙ্গে সময় কাটান, মনের খুশি আসবে। ছবি তোলা বা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেও পাবেন কাঙ্ক্ষিত ফল।
/anm-bengali/media/post_banners/aCyadMEfD18LkeUKM70g.jpg)
3. ধনু রাশি:
আজ আত্মীয়-বন্ধুরা হঠাৎ বাড়িতে আসতে পারে, জমজমাট সময় কাটবে। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটা একদম পারফেক্ট।
/anm-bengali/media/post_banners/zisFTFndfJObibcXlemh.jpg)