উত্তরবঙ্গের ‘বড়মা’ ইনি, জাগ্রত কালীরই আজ আরাধনা

আগামীকাল থেকে তেরো দিন ধরে চলবে এই পুজো। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vfdvtgy

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের সবচেয়ে বড় কালী বলা যেতে পারে উত্তরবঙ্গের বড়মা হিসেবেই বিখ্যাত ‘বুলবুল চন্ডীকালী’কে। এই কালীর উচ্চতা প্রায় ৪২ ফুট। এই বুলবুল চন্ডী কালীপুজোকে ঘিরে উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে মালদহের হবিবপুর ব্লকের বুলবুল চন্ডিতে। আজ থেকে শুরু হয়েছে পুজো। আগামীকাল থেকে তেরো দিন ধরে চলবে এই পুজো। 

পূজা উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়। ১৩ দিন ধরে চলে এই মেলা এবং তার সাথে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পূজো প্রাঙ্গনে। প্রতিবছরের মতন এবারেও বুলবুল চন্ডী পূজো ঘিরে মানুষের আকর্ষণ তুঙ্গে। বিভিন্ন জায়গা এবং দূরদূরান্ত থেকে বহু মানুষ এসেছেন বুলবুল চন্ডী মায়ের দর্শন করতে। চলছে সাজ সাজ রব।

vgfy

মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী কালী পূজার মধ্যে একটি হল বুলবুলচন্ডী বাজার সর্বজনীন কালী পূজা। জেলার মধ্যে তো বটেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন। বিশাল আকার এই কালি দক্ষিণা কালী নামেই পরিচিত। স্থানীয়দের কথায় বুলবুলচন্ডীর পাঁচ যুবক মিলে এই পুজো শুরু করেছিলেন। তারপর থেকেই মহা ধুমধাম সহকারে এই পুজো হয়ে আসছে। 

পুজোর পর থেকেই তারা সিদ্ধান্ত নেন প্রতিবছর দেবীর উচ্চতা বাড়ানো হবে। সেই উচ্চতা বাড়তে বাড়তে এখন ৪২ ফুট। প্রতিমা তৈরিতে প্রায় ২০০ বাঁশ, খড়, পেরেক, সুতলি, মাটি ইত্যাদি লাগে। পূজা মণ্ডপ সাজানো হয়েছে বিভিন্ন আলোকসজ্জায়। মেলা চলবে ১৩ দিন ধরে। 

vfhyh

এই ১৩ দিন নিজেদের আত্মীয়-স্বজন এবং বিভিন্ন হোটেলের ঘরে থাকেন ভক্তরা। ১৩ দিন পর নিয়ম নিষ্ঠার সাথে কোন রকম চাকা ছাড়াই ৪২ ফুট মাকে দড়ি বেঁধে স্থানীয় পুকুরে বিসর্জন দেয়া হয়। কালীপুজোর সকাল থেকেই অগণিত ভক্তরা আসতে শুরু করেছেন এই মণ্ডপে।