চলতি মার্চে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস- শিলাবৃষ্টি ও কালবৈশাখীর ঝুঁকি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তাপপ্রবাহ, কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Weather

নিজস্ব সংবাদদাতা : চলতি মার্চ মাসে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ৯ মার্চের পর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাবে এবং মাসের শেষে এক বা দুটি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে এ মাসে।

e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৯ তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে এরপর তা ধাপে ধাপে বাড়বে। পুরো দেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। মার্চ মাসে সাধারণত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে।

weather heat.webp

পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষের দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে, এবং এক দিন তীব্র কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে।