নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলায় দুই ব্লকের রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে পুজো এবং বাইক র্যা্লির আয়োজন করা হয়েছে। এদিন ডেবরা ব্লকের বালিচক ভজহরি হাইস্কুল মাঠ থেকে বাইক র্যা লি শুরু হয়। শ্যামচক,রাধামোহনপুর,ডেবরা, ভবানীপুর, গোলগ্রাম হয়ে ডেবরা ব্লকের ১৪ টি অঞ্চল টাচ করে প্রায় ১০০ কিমি রাস্তা জুড়ে বাইক র্যাালি পরিক্রমা করবে। অপরদিকে, পিংলায় পিংলা থানা গড়া থেকে মুন্ডুমারি পর্যন্ত বাইক র্যানলি করা হোলো সংগঠনের পক্ষ থেকে।পাশাপাশি, নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় এদিন। অশান্তি এড়াতে রয়েছে পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে এলাকায় এলাকায়।
/anm-bengali/media/media_files/2025/04/06/yaCF6JDzGkIKRwGbV1Ed.png)