নিজস্ব সংবাদদাতা: আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র করেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তারপর সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন বলেন, “এবার বাংলায় যেভাবে রাম নবমী পালিত হয়েছে তা সামাজিক, ধর্মীয় এবংরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাংলায় যেভাবে অন্যায়, দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচার ঘটছে; হিন্দুদের মন্দিরে আক্রমণ হচ্ছে, তাতে এই জনস্রোত এক ধরনের প্রতিবাদের ভাষায়। পাথর ছোঁড়ার কয়েকটি ঘটনা ঘটেছে, এবং পুলিশের উচিত এটি খতিয়ে দেখা। অন্যথায়, হিন্দুরা পরের বার সেই অনুযায়ী প্রস্তুতি নেবে”।
/anm-bengali/media/media_files/XHnHPAlRGfvM6XLVFvuM.jpg)