নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত হোলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।বিধায়ক, মন্ত্রী আবার কোথাও ব্লক সভাপতি, কোথাও শাখা সংগঠনের নেতৃত্বে মিছিল হল এদিন।
বিজেপির হঠকারী সিদ্ধান্ত এবং জীবনদায়ী ৯৮৪টি ঔষধের দাম বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ৪/৫ তারিখ সারা রাজ্যে প্রত্যেকটি ব্লকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন এবং প্রতিবাদ মিছিল করার আহ্বান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং বাজারপাড়া থেকে দলীয় অফিস পর্যন্ত দু কিলোমিটার এই প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।যার নেতৃত্বে ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সঙ্গে ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, বাদল বেরা যুব সভাপতি নিশিকান্ত কর সহ অন্যান্যরা।
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
পাশাপাশি, পিংলার বিধায়ক অজিত মাইতির নেতৃত্ব এ কেন্দ্রীয় সরকারের হঠকারীভাবে ওষুধের চূড়ান্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে পিংলা বিধানসভার একটি প্রতিবাদ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে মাদপুর ঘাটে একটি প্রতিবাদ মিছিলে সবাইকে এই প্রতিবাদ চুড়ান্ত পর্যায়ে গড়ে তোলার আবেদন জানান বিধায়ক অজিত মাইতি।
অপরদিকে, খড়্গপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল মিছিল হয় খড়্গপুর ২ নং ব্লক এলাকায়। মিছিলে শতাধিক কর্মী সমর্থকরা পা মেলান। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার আই এনটিটিইউসির জেলা সভাপতি সনাতন বেরা,খড়্গপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃষিত মাইতি সহ অনান্যরা ।
অপরদিকে, নারায়নগড় বিধানসভার বিধায়ক সূর্য অট্টর উপস্থিতিতে এলাকায় প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শালবনী বিধানসভা এলাকায় প্রতিবাদে নামে শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো।