নিজস্ব সংবাদদাতা: আরজি কর আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ উঠল এরাজ্যেই। ফের এরাজ্যেরই এক কন্যা লালসার শিকার হল! চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার জয়নগর এলাকা। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভে উত্তপ্ত গোটা এলাকা। শনিবার সকালে লাঠি হাতে রাস্তায় নেমেছেন এলাকার মানুষজন।
জানা গিয়েছে, একটি জলাজমিতে পড়েছিল ওই ছাত্রীর দেহ। সারা দেহে ছিল আঘাতের চিহ্ন। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় বলে জানিয়েছেন মৃত ছাত্রীর বাবা। তাতেই পরিবারের লোকজন অভিযোগ করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে।
অভিযোগ, বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরেও তাঁকে খুঁজে পায়নি। এরপরই পুলিশকে খবর দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। কিন্তু অভিযোগ, পুলিশ কোনও হেলদোল দেখায়নি।
আজ এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষুব্ধ মানুষজন পুলিশের নিস্ক্রিয়তার কথা সামনে আনেন। পুলিশকে আগাম জানিয়েও, কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। যদি আগে ব্যবস্থা নিত পুলিশ, তাহলে হইতো মেয়েটা প্রাণে বেঁচে যেত, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। শনিবারই সকালে ক্ষীপ্ত জনতা ঝাঁটা, লাঠি হাতে রাস্তায় নামেন। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। সোজা মহিষমারি পুলিশ ফাঁড়িতে গিয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। লাগিয়ে দেওয়া হয় আগুন। এই মুহুর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। কিন্তু এখনও পরিস্থিতি অগ্নিগর্ভই হয়ে রয়েছে।