নিজস্ব সংবাদদাতা: সুযোগ নষ্টের বন্যা। আটকে গেল ভারত। মানলো মার্কুয়েজের ছেলেদের ব্যর্থতার ছবি ধরা পড়ল। ফলে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুতেই অঙ্ক কঠিন করে ফেলল ভারতীয় দল। শিলংয়ের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত। গোলমুখে স্কুলের বাচ্চাদের মতো ভুল করায় দু'দলই জয় মাঠে রেখে গেল। মাঠ এবং মাঠের বাইরের নানা কারণে দু'দেশের ফুটবল-দ্বৈরথ ছিল হাই ভোল্টেজ। যা দেখতে মাঠ ভরিয়েছিলেন পাহাড়ের ফুটবল প্রেমীরা।
/anm-bengali/media/post_banners/Mu60glfPAYWtb22w3wBY.jpg)