চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু! হাসপাতাল বসে পড়ল মৃতের আত্মীয়রা
ভারতে আর নয় পাকিস্তানিদের বাস, ফের একবার নিশ্চিত করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
আরজি করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই
৬৩০০০ কোটি চুক্তি ভারত-ফ্রান্সের
ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কি বলেছেন?
পহেলগাম হামলা নিয়ে মোদীকে নিশানা
দিল্লি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ, শুরু ‘আয়ুষ্মান ভারত ভাই বন্দনা’
২৬/১১ সন্ত্রাসী হামলার অভিযুক্ত তাহাব্বুর রানার বিরুদ্ধে নয়া রায় আদালতের
পহেলগাম নিয়ে কোনও রাজনীতি নয়, বার্তা ওমর আবদুল্লাহর

বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ! ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে পরিষেবা শুরু হবে

বন্ধ হয়ে যাচ্ছে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ? কোথা থেকে কাটবেন এবার টিকিট ? আসুন জেনে নিন।

author-image
Debjit Biswas
New Update
STRGCH

নিজস্ব সংবাদদাতা : বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার, এবং আগামী ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে, একেবারে নতুন ভাবে এই পরিষেবা শুরু হবে। আজ এই মর্মেই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় সাঁতরাগাছি স্টেশনের পক্ষ থেকে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সাঁতরাগাছি রেলস্টেশনের উত্তর দিকের ট্যাক্সি স্ট্যান্ডের পাশে অবস্থিত, টিকিট বুকিং কাউন্টারগুলি ১৫ এপ্রিল, ২০২৫ থেকে বন্ধ হয়ে যাবে, এবং নতুন স্টেশন ভবনের গ্রাউন্ড ফ্লোরে সেগুলিকে স্থানান্তরিত করা হবে। এই নতুন স্টেশন ভবনের অবস্থান ঠিক কোনা এক্সপ্রেসওয়ের দিকেই এবং এই বিল্ডিংটি যাত্রীদের জন্য আরও সুবিধাজনক ও সহজলভ্য। 

 

STRGCH

এই নতুন স্থানে আপাতত ২টি আনরিজার্ভড টিকিট কাউন্টার (UTS) ও ১টি রিজার্ভেশন কাউন্টার (PRS) চালু থাকবে। “সহযোগ” (জিজ্ঞাসা) কাউন্টারও এই একই স্থানে সরানো হচ্ছে। যাত্রীদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে নতুন বিল্ডিংয়ে, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (ATVM) বসানো হয়েছে।

নতুন স্টেশন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর ঠিক প্ল্যাটফর্ম নম্বর ৬-এর লাগোয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলির সঙ্গে সংযুক্ত। যাত্রীসুবিধার জন্য এখানে  ২টি ট্র্যাভেলেটর, ৫টি লিফট, শৌচালয়, র‍্যাম্প ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারও রয়েছে। সহজে প্রবেশের জন্য এখানে একটি অ্যাপ্রোচ রোডও তৈরি করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ বিশ্বমানের যাত্রীসুবিধা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আরও নানা পরিষেবা যোগ করার পরিকল্পনা রয়েছে।