উড়িয়ে দেওয়া হবে গাড়ি, হত্যা করা হবে সালমানকে ! এল হুমকি ফোন, তারপর ?

সালমান খানের নিরাপত্তা ব্যবস্থায় চরম সতর্কতা নিল পুলিশ।

author-image
Debjit Biswas
New Update
োোোোোো

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকির পর, আজ সকাল থেকেই, মুম্বইয়ে তাঁর বাসভবনের বাইরে  নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মুম্বই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ ওরলি পরিবহণ দফতরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয় একটি বার্তা, যেখানে সালমান খানকে হত্যা করা ও তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই বার্তার পরেই নড়েচড়ে বসে পুলিশ।

Salman Khan

বলিউডের ভাইজানের নিরাপত্তায় যাতে কোনওরকম কোনও খামতি না থাকে, সেই বিষয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। তারপরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সালমান খানের বাড়ির বাইরে।