নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার যমুনা নগরে জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সভা থেকে তিনি বলেন, “আমাদের কংগ্রেস শাসনের দিনগুলি ভুলে যাওয়া উচিত নয়। ২০১৪ সালের আগে, যখন কংগ্রেস সরকার ছিল, আমরা সেই দিনগুলি দেখেছি যখন পুরো দেশ বিদ্যুৎহীনতার মুখোমুখি হত। আজ যদি কংগ্রেস সরকার থাকত, তাহলে আমরা এখনও বিদ্যুৎহীনতার মুখোমুখি হতাম”।
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)