নিজস্ব প্রতিনিধি: বেহাল রাস্তার প্রতিবাদে কুলটির নিয়ামতপুর নিউ রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের সেবা দল।
দীর্ঘ দিন থেকে বেহাল রাস্তা, রাস্তায় রয়েছে বড় বড় পাথর, যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে চলেছে- এমনি অভিযোগ তুলে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক INTUC সেবাদল কমিটি।
পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর নিউ রোডে এই বিক্ষোভ দেখানো হলো।
INTUC সেবাদল কমিটির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রাজেশ্বর শর্মার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়।
ঘটনার খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এবং নিয়ামতপুর ট্রাফিক গার্ড পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়।