প্রসঙ্গ ঘাটাল মাস্টার প্ল্যান, তাই ছুটির দিনেও হল মেগা বৈঠক

এই এলাকা গুলিও ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তগর্ত। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bfgghjjbgg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মেগা বৈঠক হবে। সেখানে সাংসদ দেব, সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, জেলার প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি বরাদ্দের পর এই প্রথম বড় মিটিং হতে চলেছে। 

ঘাটাল মাস্টার প্ল্যানের অধীন ডেবরার ৭ টি গ্রাম পঞ্চায়েত নদীমাতৃক এলাকা হওয়ায় ২০২৪ সালের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর নদী বাঁধ ভেঙেছিল সেই সময়। তাই এই এলাকা গুলিও ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তগর্ত। 

ghatal flood

তাই আজ সরকারি ছুটি। কিন্তু ছুটির দিনেও ডেবরা ব্লক অফিসে মেগা বৈঠক সারলেন খড়গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর সহ সেচ দপ্তরের আধিকারিকরা। প্রায় ২ ঘন্টা ধরে চলে এই মিটিং। ডেবরার কাঁসাই নদী বাঁধ সংস্কারের পাশাপাশি একাধিক খাল মজে গিয়েছে। যেমন ভসড়া খাল, মাঝভান্ডার খাল মজে গিয়েছে। সেগুলিকে সংস্কার করা হবে বলেও এদিন আলোচনা করা হয়।