নিজস্ব সংবাদদাতা: রবিবার রামনবমী (Ramnavami 2025)। তার আগে কলকাতায় নিরাপত্তা খতিয়ে কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার। ড্রোন ও সিসিটিভিতে চালালেন নজরদারি। পাশাপাশি, রাস্তায় নেমে নিরাপত্তা সামলাবেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার। এবং ৫ জন যুগ্ম কমিশনার। থাকছে Heavy Radio Flying Squad। আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মনোজ ভার্মা।
/anm-bengali/media/media_files/2025/04/02/25Nt30K3nN3rnWqZhmWm.jpg)