ইউএসএস কমস্টকে ভারত-আমেরিকার যৌথ মহড়া!

ইস্টার্ন নাভাল কমান্ডে ভারতীয় গোর্খা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ও ইউএস মেরিনসের মধ্যে উচ্চমাত্রার যুদ্ধ মহড়া, কাকিনাদায় সমুদ্রতটে অপারেশনের প্রস্তুতি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : বাইসন ডিভিশনের অ্যাম্ফিবিয়াস ব্রিগেডের অন্তর্ভুক্ত গোর্খা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গ্রুপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম লাইট আর্মার্ড রিকনেসেন্স (১st LAR), USMC যৌথভাবে উচ্চ-প্রভাবযুক্ত যুদ্ধ মহড়া পরিচালনা করেছে। এই মহড়া হয়েছে মার্কিন নৌবাহিনীর জাহাজ USS Comstock-এ। 

publive-image

পূর্ব নৌ কমান্ডের তত্ত্বাবধানে এই অনুশীলনের মাধ্যমে কাকিনাড়া, অন্ধ্রপ্রদেশে INS Jalashwa (ভারতীয় নৌবাহিনীর জাহাজ) ও USS Comstock-এর মাধ্যমে ‘বিচ অপারেশন’ বা উপকূলে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ধরনের মহড়া ভারত ও আমেরিকার সেনাবাহিনীর মধ্যে বোঝাপড়া ও সমন্বয় আরও মজবুত করে তুলবে।

publive-image