নিজস্ব সংবাদদাতা : নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংকট নিয়ে মুখোমুখি আলোচনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।শুক্রবার এই দুই নেতার মধ্যে ফোনে কথা হয়, যেখানে তারা হোয়াইট হাউসের নতুন শুল্কনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে, "বাণিজ্য যুদ্ধ কারোরই স্বার্থে নয়, তবে আলোচনায় কিছুই বাদ দেওয়া উচিত নয়।"
/anm-bengali/media/media_files/2025/03/11/a20uXQq7BW9lhBEXY4Eo.jpg)
তারা বিশেষভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই শুল্কনীতির প্রভাব এবং বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া ইউক্রেন ইস্যুতে একটি সম্ভাব্য শান্তিচুক্তি হলে কীভাবে দেশটিকে সমর্থন করা যায়, তা নিয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হন তারা। যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে "coalition of the willing" নামের একটি দেশীয় জোট গঠনের চেষ্টা করছে, যারা এই সহায়তার রূপরেখা নিয়ে কাজ করছে।
/anm-bengali/media/media_files/2025/03/02/0ILhMGIQuXjO9tizXwVe.jpg)
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের প্রভাব নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে কিয়ার স্টারমারের। ইতোমধ্যে তিনি অস্ট্রেলিয়া ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।