মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই ঘটল বিপত্তি

সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Accident

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে ভয়াবহ পথ দূর্ঘটনা দাসপুরে। প্রাইভেট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাইকের। আশঙ্কাজনক বাইক চালক। দূর্ঘটনাগ্রস্থ প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদ এবং বিপুল পরিমান টাকা।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায়। জানা যায়, ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কে একটি প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি বাইককে সজোরে ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়িটি। প্রাইভেট গাড়িটিতে চালক সহ আরো একজন ছিল। প্রাইভেট গাড়ির মধ্যে থাকা চালক এবং যাত্রী সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে জড়ো হন এলাকার মানুষজন। আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রে। ঘটনার খবর যায় দাসপুর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হয়েছে মদ এবং বিপুল পরিমানে টাকা। ঘটনায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।