নিজস্ব সংবাদদাতা: ব্রিটিশ আমলের ভবন এখন সরকারি দপ্তর, সেই ভবনটিকে হেরিটেজ তকমা দিতে তৎপর প্রশাসনের আধিকারিকরা। ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের একটি অফিস রয়েছে এই বাড়িতে। এলাকার মানুষজন বলছেন ব্রিটিশ আমলে তৈরি নীলকুঠি সাহেবদের ভবন ছিল। স্বাধীনতার আগে এই গোয়ালতোড় এলাকা জুড়ে নীল চাষ করা হতো আর সেই সাহেবদেরই বাংলো ছিল নীলকুঠি। এখান থেকেই পরিচালনা করা হতো পুরো এলাকা।
গড়বেতা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন, “আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। দ্রুত এই বিল্ডিংটিকে হেরিটেজ ঘোষণার জন্য প্রস্তাব পাঠানো হবে জেলাতে। এখানে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস, তবে নেই কোন নীলকর সাহেবদের চিহ্ন”।
/anm-bengali/media/media_files/2025/04/05/n45678-172015.png)
আসবাবপত্র রয়েছে বেশ কিছু। স্বাধীনতার পরে সরকারের তরফ থেকে সংস্কার করা হলেও নীলকর সাহেবরা একসময় এখানেই বসবাস করত দেখেছেন সেই সময়কার মানুষজন। শুনেছেন বাবা-মায়ের কাছ থেকে সেই গল্প। এবার সরকার উদ্যোগ নিচ্ছে এই বিল্ডিংটিকে হেরিটেজ ঘোষণার জন্য।