নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাজির বিরূদ্ধে অভিযান চলতেই থাকে। গত ২ দিন ধরে চলা বিশেষ অভিযানে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রায় ৪০০ কেজি বাজি আর বাজি তৈরীর মশলা ও প্রায় ৭,৮০০ প্যাকেট বাজি বাজেয়াপ্ত করা হল অভিযানে। নন্দীগ্রাম, মহিষাদল, ভূপতিনগর, পটাশপুর, মারিসদা, ও রামনগর থানা এলাকায় বাজি বাজেয়াপ্ত করার পরিমাণ উল্লেখযোগ্য।
/anm-bengali/media/post_banners/6Dj3mZn6CayMKEZyjxIk.jpg)