নিজস্ব সংবাদদাতা : আজকের দিন কেমন কাটবে? কার ভাগ্যে সুখবর, আর কাকে থাকতে হবে সতর্ক? দেখে নিন সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির আজকের রাশিফল।
/anm-bengali/media/post_banners/aCyadMEfD18LkeUKM70g.jpg)
সিংহ (Leo)
আজ আপনার ব্যবসায় কিছু সমস্যার কারণে মন খারাপ হতে পারে। কারও সঙ্গে যৌথভাবে কাজ করলে সমস্যা বাড়তে পারে। তবে চাকরির ক্ষেত্রে ভালো কিছু সুযোগ আসতে পারে। পরিবার থেকে ভালো সাপোর্ট পাবেন। দূরে থাকা আত্মীয়দের কথা মনে পড়তে পারে। নতুন চাকরির সন্ধানে থাকা কেউ ভালো খবর পেতে পারেন।
/anm-bengali/media/post_banners/wGgX15XKtNsCkim25c1P.jpg)
কন্যা (Virgo)
আজ পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। আপনার কাজে অগ্রগতি হবে, তবে ধৈর্য ধরে চলতে হবে। প্রেমের সম্পর্কে থাকা মানুষরা সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। তবে ভুল তথ্য শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না।
/anm-bengali/media/post_banners/XJTRLwap8KzYq0JcxhWj.jpg)
তুলা (Libra)
অর্থনৈতিক দিক থেকে আজকের দিন ভালো যাবে। যদি বিনিয়োগ করতে চান, তাহলে ভালোভাবে চিন্তা করে করুন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। ছাত্রছাত্রীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
/anm-bengali/media/post_banners/pwRCYFe9IfRG2pZzIb2D.jpg)
বৃশ্চিক (Scorpio)
অর্থের দিক থেকে আজ ভালো দিন যেতে পারে। তবে গোপন তথ্য কাউকে শেয়ার করবেন না, এতে ক্ষতি হতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে সাবধানে কথা বলুন, ছোটখাটো বিষয়ে বিতর্ক হতে পারে।