চুম্বনরত অবস্থায় ট্রাফিক আইন অমান্য!

চলন্ত বাইকে উদ্দাম যৌনতা! ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হল পুলিশ। ঘটনাটি ঠিক কি? এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, ধীর গতিতে ছুটে চলা বাইক-এর উপরে খোলা চুলে জিন্স আর টি শার্ট পরে বসে রয়েছেন এক যুবতী।

author-image
Jaita Chowdhury
New Update
Bike & Digha

নিজস্ব সংবাদদাতা: চলন্ত বাইকে উদ্দাম যৌনতা! ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হল পুলিশ। ঘটনাটি ঠিক কি? এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, ধীর গতিতে ছুটে চলা বাইক-এর উপরে খোলা চুলে জিন্স আর টি শার্ট পরে বসে রয়েছেন এক যুবতী। তবে তার মুখ কিন্তু দেখা যাচ্ছে না। কারণ তার মুখটি রয়েছে পুরষের দিকে। বাইকের ফুয়েল ট্যাঙ্কারের উপর বসেই চলছে উদ্দাম যৌনতা। দুদিকে দুপা পুরুষ সঙ্গীর কোলের দুধারে! উদ্দাম যৌনতা চলছে। 

এটি কিন্তু কোনও সিনেমার শুটিং নয়, কানপুরের রাস্তায় ধরা পড়েছে এই চিত্র। এরই মাঝে পুরষ সঙ্গীটিকে দেখা যায় হাত ছেড়ে বাইক চালাতে।এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিওতে একে অপর কে চুম্বনরত অবস্থাতেও দেখা যায়। দেখা যায়, পুরুষ ও মহিলা কারুর মাথাতেই কোনও হেলমেট নেই। যুবতীটি পুরুষসঙ্গীর সমস্ত শরীর পেঁচিয়ে রয়েছিলেন। আর এই রিল বানাতে গিয়ে তারা অন্তত ১০ বার ট্রাফিক সিগন্যাল ভাঙেন।

ভিডিয়ো থেকেই দেখা যায়, কানপুরের গঙ্গা ব্যারেজের উপর দিয়ে যাওয়ার সময় এই কাণ্ড ঘটান দুজনে। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তবে ওই ভিডিওটির তারিখ এবং সময় পুলিশ এখনও নিশ্চিত করা যায়নি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই, শুরু হয়েছে তদন্ত। পুরুষ সঙ্গীর বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়েছে ট্রাফিক আইন ভাঙার
জন্য।