নারী নির্যাতনের ঘটনায় কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর কুমন্তব্য, তীব্র প্রতিবাদ বিজেপির
লিসবনে গার্ড অফ অনার সম্মান পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নাবালিকা মেয়ের ধর্ষণের অভিযোগে,থানা ঘেরাও অগ্নিমিত্রার !
ফের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠলো! দেখুন ভিডিও
খড়গপুরে গদা-লাঠি নিয়ে আখাড়ায় দিলীপ ঘোষ, দেখুন ভিডিও
চলন্ত গাড়ির মধ্যেই যুবতীকে গণধর্ষণ ! অভিযুক্ত প্রেমিকসহ ৭ জন
২৬,০০০ চাকরি বাতিলের রায়ের ‘পরিবর্তন’ চায় পর্ষদ, আবেদন সুপ্রিম কোর্টে
এবার প্রতিবাদে গর্জে উঠলো বাংলাদেশ - কেনো,? দেখুন ভিডিও
৪৭তম ব্রিগেডের এয়ারস্ট্রাইক : রাশিয়ার বড় ক্ষতি, সামনে এলো ভিডিও, দেখুন

চুম্বনরত অবস্থায় ট্রাফিক আইন অমান্য!

চলন্ত বাইকে উদ্দাম যৌনতা! ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হল পুলিশ। ঘটনাটি ঠিক কি? এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, ধীর গতিতে ছুটে চলা বাইক-এর উপরে খোলা চুলে জিন্স আর টি শার্ট পরে বসে রয়েছেন এক যুবতী।

author-image
Jaita Chowdhury
New Update
Bike & Digha

নিজস্ব সংবাদদাতা: চলন্ত বাইকে উদ্দাম যৌনতা! ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হল পুলিশ। ঘটনাটি ঠিক কি? এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, ধীর গতিতে ছুটে চলা বাইক-এর উপরে খোলা চুলে জিন্স আর টি শার্ট পরে বসে রয়েছেন এক যুবতী। তবে তার মুখ কিন্তু দেখা যাচ্ছে না। কারণ তার মুখটি রয়েছে পুরষের দিকে। বাইকের ফুয়েল ট্যাঙ্কারের উপর বসেই চলছে উদ্দাম যৌনতা। দুদিকে দুপা পুরুষ সঙ্গীর কোলের দুধারে! উদ্দাম যৌনতা চলছে। 

এটি কিন্তু কোনও সিনেমার শুটিং নয়, কানপুরের রাস্তায় ধরা পড়েছে এই চিত্র। এরই মাঝে পুরষ সঙ্গীটিকে দেখা যায় হাত ছেড়ে বাইক চালাতে।এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিওতে একে অপর কে চুম্বনরত অবস্থাতেও দেখা যায়। দেখা যায়, পুরুষ ও মহিলা কারুর মাথাতেই কোনও হেলমেট নেই। যুবতীটি পুরুষসঙ্গীর সমস্ত শরীর পেঁচিয়ে রয়েছিলেন। আর এই রিল বানাতে গিয়ে তারা অন্তত ১০ বার ট্রাফিক সিগন্যাল ভাঙেন।

ভিডিয়ো থেকেই দেখা যায়, কানপুরের গঙ্গা ব্যারেজের উপর দিয়ে যাওয়ার সময় এই কাণ্ড ঘটান দুজনে। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তবে ওই ভিডিওটির তারিখ এবং সময় পুলিশ এখনও নিশ্চিত করা যায়নি। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই, শুরু হয়েছে তদন্ত। পুরুষ সঙ্গীর বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়েছে ট্রাফিক আইন ভাঙার
জন্য।