নিজস্ব সংবাদদাতা : ফের এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো উত্তর প্রদেশের বারাণসী। এবার এক যুবতীকে চলন্ত গাড়ির মধ্যেই পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠলো তার প্রেমিকসহ প্রায় ৭ জনের বিরুদ্ধে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, গত ২৯শে মার্চ থেকে শুরু করে গত ৪ এপ্রিল পর্যন্ত ওই যুবতীকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত আটকে রেখেছিলো তার প্রেমিক। এরপর ৪ এপ্রিল ওই মেয়েটির বাবা, তাদের বাড়ির কাছ থেকেই উদ্ধার করেন নিজের মেয়েকে।
/anm-bengali/media/media_files/1000061383.jpg)
তার দুদিন পর তিনি পুলিশের কাছে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে জানতে পারে যে ৪ এপ্রিল চলন্ত গাড়ির মধ্যেই ওই যুবতীকে ধর্ষণ করা হয়েছিল। এই ঘটনায় যুক্ত ছিল তার প্রেমিক ও তার ছয়জন বন্ধু। পুলিশ আপাতত এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে।