নাবালিকা মেয়ের ধর্ষণের অভিযোগে,থানা ঘেরাও অগ্নিমিত্রার !

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এবার কাঁকসা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো ভারতীয় জনতা পার্টি। এই বিক্ষোভ কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ।

author-image
Debjit Biswas
New Update
Rape

নিজস্ব সংবাদদাতা : নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভে প্রদর্শন করলো বিজেপি। থানার সামনের রাস্তায় প্রায় এক ঘন্টা ধরে চলল অবরোধ। নেতৃত্ব দিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। আগামী ১০ তারিখের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে জাতীয় সড়ক এবং থানা বন্ধ করার হুঁশিয়ারিও দিলেন অগ্নিমিত্রা পাল। জানা গেছে, মার্চ মাসের ৩০ তারিখ কাঁকসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। সঞ্জয় শর্মা এবং শশীকান্ত দাস এবং অঙ্কিত গৌতম ধর্ষণ করেছে বলে অভিযোগ। চলতি বছরের মার্চ মাসে বিষয়টি তারা জানতে পারেন। তারপরেই মার্চ মাসের ৩০ তারিখ ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

agnimitra

অভিযোগ দায়ের হওয়ার পর কয়েকদিন পেরিয়েছে কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা এই অভিযোগ তুলে সোমবার দুপুরে কাঁকসা থানা ঘেরাও করে, এবং থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন,"তৃণমূলের কর্মী সঞ্জয় শর্মা নাবালিকাকে ধর্ষণ করে। এই বিষয়টি যদি কাউকে জানায়, তাহলে সেই ধর্ষণের ভিডিও তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে আবার ধর্ষণ করা হয়। পরবর্তীকালে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। সঞ্জয় শর্মা তার এক শাগরেদ শশীকান্ত দাসকে দিয়ে গর্ভনিরোধক ওষুধ পাঠায়। তারপর এই মেয়েটির পেটে ব্যথা শুরু হলে পরিবারের লোকজন পুরো বিষয়টি জানতে পারে।'' এই ঘটনার সাথে জড়িত আরো এক তৃণমূল কর্মী অঙ্কিত গৌতম। মার্চ মাসের ৩০ তারিখ তিন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। আগামী দুদিনের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে ১৯ নম্বর জাতীয় সড়ক এবং কাঁকসা থানা বন্ধ করার হুঁশিয়ারি দেন। পুলিশ আইন মোতাবেক কাজ করছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু থানা ঘেরাও করে বিজেপি নাটক করছে বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়। পুলিশের দাবি তদন্ত হচ্ছে খুব তাড়াতাড়ি ওরা অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে।