নিজস্ব সংবাদদাতা : খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় অবস্থিত সংকটমোচন বজরং আখাড়ায় আজ উপস্থিত হন বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি হাতে তুলে নেন গদা, আর আখড়ার তরুণদের সঙ্গে অংশ নেন শরীরচর্চার পরিবেশে। এরপর তিনি যান তাল বাগিচা রথতলা আখাড়ায়। সেখানেও তাকে দেখা যায় লাঠি ঘোরাতে।
আখড়ার সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তিনি সকলকে উৎসাহ দেন শারীরিক ও মানসিক দৃঢ়তা বজায় রাখতে। স্থানীয় মানুষজন এবং আখড়ার সদস্যরা তার উপস্থিতিতে উচ্ছ্বসিত হন। দেখুন সেই ভিডিও -