নিজস্ব সংবাদদাতা: কসবার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কসবায় যেভাবে কাউন্সিলরের উপর বন্দুক তাক হয়েছিল, সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা জুড়ে। শহরে নিরাপত্তা যে একেবারে তলানিতে ঠেকেছে, তা মনে করছেন বিরোধীরাও। আর এবার সেই প্রসঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসন নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল। সরাসরি ভাষায় বললেন, ‘কলকাতা পুলিশের একাংশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। স্পর্শকাতর বিষয়ে সরকারের সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত’।
এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল বলেন, “গত দুবছর ধরে আমার কার্যকালে মিডিয়ার কাছ থেকে আমি সমস্ত রকমের সহযোগিতা পেয়েছি। রাজ্যপাল হিসাবে রাজ্যের মানুষের কল্যাণের জন্য আমি কাজ করতে কর্তব্যবদ্ধ। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা নিয়ে আমি চিন্তিত। আমি আমার কর্তব্য পালন করার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছি”।
“আমি আমার সাংবিধানিক ক্ষমতার মধ্যে দিয়ে রাজ্যের জন্য কাজ করে গেছি। আমি আমার দিক থেকেও পরিস্থিতি উপরে নজর রেখেছি। আমি পঞ্চায়ত নির্বাচনের সময়ও শান্তি স্থাপন করার চেষ্টা করেছি। আইন শৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়। কিন্তু কিছু ঘটনা ঘটলে রাজ্য সরকারকে রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দিতে হয়”।
এরপরই রাজ্যপাল বলেন, “রাজ্যজুড়ে অশান্তি এবং দুর্নীতি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়। মুখ্যমন্ত্রী জবাব দিতে বাধ্য। রাজ্য সরকারের কাছ থেকে এই ঘটনার রিপোর্ট চেয়েছি আমি। যে কোনো সেনসিটিভ বিষয়ে রাজ্য সরকারের কাছে থেকে রিপোর্ট তলব করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি”।
প্রসঙ্গত, রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম দিকে সুসম্পর্ক ছিল। তবে দ্বিতীয় বছরে কিছু ক্ষেত্রে মতানৈক্য তৈরি হয়। আর তারপরেই দেখা যায় ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। আর এদিন ফের একবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।