এভাবে আমাদের ভাঙা যাবে না... শাসক দলকে কঠোর বার্তা জুনিয়র চিকিৎসকরা

শাসক দলকে কার্যত হুঁশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা বলেন,"এভাবে আমাদের ভাঙা যাবে না।"

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors protest ssssssssssssss


নিজস্ব সংবাদদাতা: আজ পঞ্চমী। জুনিয়র চিকিৎসকদের অনশনের আর তিন দিন পার। জুনিয়র চিকিৎসকদের অনশন নিয়ে ব্যঙ্গার্থক কটূক্তি বার বার শাসক দলের থেকে ধেয়ে এসেছে। এরমধ্যেই অনশন মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা অনশন মঞ্চ থেকে বলেন, "অনশনে ডাক্তাররা, কিন্তু নির্লিপ্ত রাজ্য সরকার। এভাবে আমাদের ভাঙা যাবে না। কাজের যা গতি দেখছি, তাতে আমরা সন্দিহান। আমাদের বলা হচ্ছে কাজে ফিরে যাও, এটা অপমানজনক। মানুষের পাশে দাঁড়িয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলাম। শাসক দলের মুখপাত্ররাও আমাদের কটাক্ষ করছেন।"

দশ দফা দাবি নিয়ে ধর্মতলায় চলছে অনশন। জুনিয়র চিকিৎসকদের সাত জন অনশন করছেন। এবার আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রায় ৫০ জন চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে তাঁরা এই বার্তা দিয়েছেন। অনেক আগে থেকেই সিনিয়র চিকিৎসকরা গণইস্তফার কথা বলেছিলেন। এবার তা করে দেখালেন। সিনিয়র চিকিৎসকরা যখন গণইস্তফা দিয়ে বেরিয়ে এলেন, তখন জুনিয়র চিকিৎসকরা হাততালি দিয়ে তাঁদের অভিবাদন জানান। 

একটি হাসপাতাল থেকে এতজন চিকিৎসক গণইস্তফা দিলে কীভাবে হাসপাতালে স্বাস্থ্যব্যবস্থা চলবে?  একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে জানা গিয়েছে, তাঁরা ইস্তফা দিলেও নিজেদের কাজ চালিয়ে যাবেন। জুনিয়র চিকিৎসকরা প্রাণের বাজি নিয়ে অনশন শুরু করেছেন। কিন্তু বার বার তাঁদের আন্দোলনকে চেপে দেওয়ার জন্য প্রশাসন অনেক চেষ্টা করেছে। অনশন নিয়ে, চিকিৎসকদের আন্দোলন নিয়ে অনেক কটূক্তি করা হয়েছে। যার জেরে সিনিয়র চিকিৎসকরা বিরক্ত হয়ে পড়েছেন। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা একই পথে হাঁটতে চলেছেন। এই বিষয়ে স্বাস্থ্যসচিবকে একটি ইমেল করেছেন। জানা গিয়েছে, SSKM এর চিকিৎসকরাও গণইস্তফার পথে হাঁটতে পারেন। 

 tamacha4.jpeg