নিজস্ব সংবাদদাতা:দিল্লিতে বিজেপির জয়ের উচ্ছাস ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গজুড়ে। শিলিগুড়ি বিজেপির সভাপতি অরুণ মণ্ডল বলেছেন, "দিল্লিতে বসবাসকারী বাঙালিরা বিজেপিকে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছে। 2026 সালে, তাদের পরিবারগুলি বিজেপিকে (পশ্চিমবঙ্গে) ভোট দেবে... মানুষ 2026 সালে দুর্নীতির বিরুদ্ধে (টিএমসি নেতৃত্বাধীন রাজ্য সরকারের) ভোট দেবে।"