'আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে', শেষবারও বললেন সঞ্জয় রায়

ধর্ষণ, ধর্ষণের সময় মাথায় জোরালো আঘাত এবং খুনের দোষে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sanjaycbi-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলায় দোষী সাব্যস্ত হয়ে গেলেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। শনিবার মাত্র ১২ মিনিটের শুনানিতে শিয়ালদাহ কোর্টের বিচারক অনির্বাণ দাস তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। আর দোষী সাব্যস্ত হতেই, এদিন ফের কোর্ট চত্বরে ‘আমি কিছু করিনি’ বলে গর্জে ওঠেন সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের বিরুদ্ধে এদিন ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ ধর্ষণ, ধর্ষণের সময় মাথায় জোরালো আঘাত এবং খুনের দোষে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে।

Rg kar

বিচারক এদিন এও বলেন, ‘আপনি যা করেছেন তার জন্য আপনাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। যা মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে’। ঠিক তখনই সঞ্জয় চিৎকার করে বলতে থাকেন, “আমি কিছু করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে আইপিএস অফিসারেরা, স্যারেরা যা বলতে বলেছেন, আমি তাই বলেছি। আমার গলায় দেখুন রুদ্রাক্ষের মালা রয়েছে। আমি কিছু করলে এটা কি ছিঁড়ে যেত না”। তখন বিচারক পাল্টা বলেন, ‘আপনি যা বলার সোমবার বলবেন’।

Sanjay

কার্যত এদিন আরজি কর কাণ্ড নিয়ে এমনই মন্তব্য করে এদিনও নাটক বজায় রাখলেন সঞ্জয় রায়।