নিজস্ব সংবাদদাতা : গরমের রেশ কাটিয়ে রাজ্যে এবার ফের দুর্যোগের সঙ্কেত দিচ্ছে আবহাওয়া দফতর। নববর্ষে ঝড়-বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও, তার তীব্রতা আগামী দিনে বাড়তে পারে বলেই পূর্বাভাস।
/anm-bengali/media/post_banners/cbheXth2f6Qg6KEWXbmv.jpg)
বৈশাখের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হানা দিতে পারে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়ের আশঙ্কা না থাকলেও আকাশ মেঘলা থাকবে।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগের ঝড়। তাই ওই দিনগুলিতে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলায়।
/anm-bengali/media/post_banners/Znmgdnm94nQTfX9CkfDY.jpg)
চৈত্রের শেষে রাজ্যে ঢুকে পড়েছে একাধিক অক্ষরেখা ও পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে আগামী দু’-তিন দিন রাজ্য জুড়েই বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সতর্কতা মানা জরুরি।