আরজি কর মামলার রায়দান: নিরাপত্তা বাড়ানো হল শিয়ালদহ আদালত চত্বরে

অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসি দেয় কি না, সেদিকটা ভাবছে সকলেই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
RGKarSanjay j1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মামলার রায়দান হবে আজ। গত ৯ জানুয়ারিই আদালত জানিয়েছিল, ‘আগামী ১৮ জানুয়ারি এই মামলায় রায়দান করা হবে’। সেই অনুযায়ী, আজ হচ্ছে সেই উল্লেখিত দিন। ইতিমধ্যেই সিবিআই ধৃত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে শিয়ালদাহর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সঞ্জয়কে ফাঁসি দেয় কি না, সেদিকে নজর সবার।

এই আবহে জেলে কী করছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়? এই নিয়ে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, সঞ্জয় রায়কে ইতিমধ্যেই একটি বিশেষ সেলে রাখা হয়েছে। এদিকে সঞ্জয় রায় নাকি খাওয়া-দাওয়া খুবই কমিয়ে দিয়েছে। এমনকি ওষুধও নাকি নিচ্ছেনা সঞ্জয়। 

উল্লেখ্য, এই পরিস্থিতিতে শিয়ালদাহর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসি দেয় কি না, সেদিকটা ভাবছে সকলেই।

Sanjay

অন্যদিকে, আজ এমন এক সেন্সিটিভ মামলার রায়দান থাকায় শিয়ালদাহ কোর্ট চত্বরকে কার্যত দূর্গে পরিণত করেছে প্রশাসন। শিয়ালদাহ কোর্টে রায় দানকে কেন্দ্র করে পুলিশের তরফ থেকে শিয়ালদাহ কোর্ট পুলিশি বলয়ের দ্বারা ঘিরে ফেলা হয়েছে। আজ আরজি কর মামলা ছাড়া বাকি সব মামলার শুনানি স্থগিত করে দেওয়া হয়েছে। আদালতে, শুধু আজ শোনা হবে আরজি কর মামলার রায়দান। এমনকি আদালতের সামনেই রয়েছে শিয়ালদাহ স্টেশন। 

ব্যস্ততম এক স্টেশন। কিন্তু আজকের জন্যে আদালত চত্বর থেকে স্টেশন যাওয়ার পথও বন্ধ। সমস্ত রাস্তায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। আর এখন অপেক্ষা শুধুই দুপুর আড়াইটে বাজার। 

Rg Kar parents