অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে লুঠ : ইনজেকশন দিয়ে লুঠের চেষ্টা

সল্টলেকের পূর্বাচলে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে লুঠের ঘটনা ঘটেছে। অভিযোগ, পরিচারক এবং এক যুবক বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে সোনার গয়না ও তিন লক্ষ টাকা লুঠ করেছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : সল্টলেকের পূর্বাচলে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে লুঠপাটের ঘটনা ঘটেছে। গতকাল রাতে পরিচারক এবং ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত এক যুবক ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে ফেলে। পরে তাঁকে মারধর করে সোনার গয়না এবং তিন লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

publive-image

বৃদ্ধা অভিযোগ করেছেন, তাঁকে গলা টিপে খুনের চেষ্টা করা হয়েছিল। তিনি জানান, গত মাসে স্বামীর মৃত্যু হওয়ার পর থেকে তিনি একাই বাড়িতে থাকছিলেন। এই ঘটনা প্রকাশিত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

publive-image

স্থানীয়রা জানিয়েছেন, গত কিছুদিন ধরে ওই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছিল, তবে কেউ কিছু বলছিল না। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র ধরে অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা করছে।